
গ্যাটস ২০১৭ এর তথ্য মতে, কর্মস্থলে স্মোকিং জোনের কারণে পরোক্ষ ধূমপানের শিকার প্রায় ৮১ লক্ষ (৪২.৭%) মানুষ। প্রায় ২৪ শতাংশ মানুষ আক্রান্ত হন গণপরিবহনে, ১৪.৭ শতাংশ মানুষ রেস্তোরায় এবং ৩৬.২ শতাংশ মানুষ চা-কফির স্টলে পরোক্ষ ধূমপানের শিকার হন। প্রতি বছর প্রায় ৬১,০০০ শিশু পরোক্ষ ধূমপানজনিত রোগে ভোগে।
আপনার প্রিয়জনের জন্য ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ডেজিগনেটেড স্মোকিং জোন’ রাখার বিধান বাতিলের জন্য আওয়াজ তুলুন।


আমাদের দাবী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে বিক্রয়স্থলে তামাকজাত পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করতে হবে। একই সাথে তামাকজাত পণ্যের প্রদর্শনকেও বিজ্ঞাপন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।


জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের দাবী সকল তামাক কোম্পানির যাবতীয় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী বা সিএসআর কার্যক্রম আইনত নিষিদ্ধ করতে হবে।


আমাদের দাবী তামাকের সহজলভ্যতা কমাতে আইন সংশোধন করে খুচরা শলাকা বিক্রি বন্ধ করতে হবে।


ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেট সহ সকল প্রকার ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে।
আমাদের দাবী আইন করে ই-সিগারেট, ভেপিং, এবং হিটেড তামাকপণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধ করতে হবে।


সচিত্র সতর্কবার্তার আকার ছোট হওয়ায় তামাকজাত পণ্যের মোড়কই তামাকের বিজ্ঞাপনের কাজ করছে গ্রাহকের মনে।
আমাদের দাবী সব ধরণের তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০% থেকে ৯০% করতে হবে।


বাংলাদেশে বর্তমানে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহারকারী
জনস্বাস্থ্য রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন কিভাবে ব্যর্থ হচ্ছে - দেখুন স্বচক্ষে
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করি, জনস্বাস্থ্য সুরক্ষা করি।
বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শনের বিরূপ প্রভাব
তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আড়ালে ব্যবসা সম্প্রসারণ
পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের ভয়াবহতা
সমাজের আয়না
আরও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কেনো প্রয়োজন, শুনুন চ্যাম্পিয়নদের মুখে:

কিভাবে একজন চ্যাম্পিয়ন হবেন?
যে তরুণদের কন্ঠ তামাকের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি রাখে, আমরা তাঁদের খুঁজছি! সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনে সমর্থন জানানোর সাহস থাকলে আপনিও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন এই নেটওয়ার্কে।
আবেদনের বয়সসীমা: ১৮+

এই প্রোগ্রামের সুবিধা:
আপনার আবেদনের ভিত্তিতে নির্বাচিত হলে চ্যাম্পিয়নদের তালিকায় আপনাকে যুক্ত করা হবে। পাশাপাশি সমাজের প্রতি অবদানের নিদর্শন হিসেবে পাবেন সার্টিফিকেশন।

কিভাবে অংশ নেবেন?
সাইন-আপের উপর ভিত্তি করে সমমনা চ্যাম্পিয়নদের সাথে কাজ করার আমন্ত্রণ পাবেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আন্দোলন ছড়িয়ে দিতে এই ওয়েবসাইটে পাবেন প্রয়োজনীয় সব টুল।

এবার আপনার চ্যাম্পিয়ন হবার পালা!
মাত্র ৫ মিনিট ব্যয় করে অংশ নিন এক যুগান্তকারী উদ্যোগে।
(আবেদনের বয়সসীমা ১৮ – ৪০)

প্রতিবছরে তামাকজনিত রোগে মৃত্যু ১ লাখ ৬১ হাজার
